সিলেটের এই কিশোরের গানে মুগ্ধ কবির সুমন
বাংলাদেশের সিলেটের এক কিশোরের গান শুনে রীতি মতো মুগ্ধ ওপার বাংলার সুর সম্রাট কবির সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই গানের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘ধন্য এই মানবজীবন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে সেই গান। নৌকা বাইতে বাইতে কিশোরের উদাত্ত কণ্ঠে জনপ্রিয় লোকশিল্পী শাহ আব্দুল করিমের ‘বন্ধে মায়া লাগাইসে’ গানটি ছুঁয়ে গেছে একজন সংগীত দেবতার মনকেও।
গানটি শেয়ার করে কবির সুমন লিখেছেন, ‘ধন্য এই মানবজীবন – এমন গান শুনতে পেলাম এমন নবীনের রূপ দেখতে পেলাম। ইনিই প্রফেট। ইনিই সুরের উদগাতা। ইনিই সুরের সুর।’
জানা গেছে, সেই কিশোরের নাম মঈন উদ্দিন। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে সে। পড়াশোনার পাশাপাশি রাতারগুল জলাবনে নৌকা চালায়। বৈঠা ঠেলার ফাঁকে নৌকার যাত্রীদের গান শোনান মঈন।
গত বছর ধারণ করা এই গানটি সেই নৌকার একজন যাত্রী ফেসবুকে শেয়ার করলে তা ভাইরাল হয়। ইতোমধ্যে দেশ-বিদেশের মিডিয়াতেও এই কিশোরকে নিয়ে হয়েছে প্রতিবেদন। বিশেষ করে কবির সুমন ভিডিওটি শেয়ার দেয়ার পর এখন দুই বাংলায়ই আলোচিত এই কিশোর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন