সোয়াইন ফ্লুতে আক্রান্ত বিজেপি সভাপতি অমিত শাহ
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ। বর্তমানে দিল্লির এইএমএস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এক টুইটবার্তায় নিজের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন অমিত শাহ।
টুইটে তিনি লিখেছেন, ‘আমি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত। আশা করি সকলের ভালোবাসা এবং শুভ কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব।’
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার আরোগ্য কামনা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার সঙ্গে সভাপতির কথা হলো। উনি এখন হাসপাতালে ভর্তি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অমিত শাহকে সামনে রেখে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করার কথা বিজেপির। ২০ জানুয়ারি থেকেই সভা শুরুর কথা বিজেপি সভাপতির। কিন্তু সভাপতি অসুস্থ হয়ে পড়ায় সেই সভা আ-দৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এদিকে অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আপাতত মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন তিনি। অর্থ মন্ত্রণালয় বলছে, এ সপ্তাহের শেষের দিকে দেশে ফিরবেন জেটলি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন