দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, তা মোকাবেলায় নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের পরে আমি মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং মজবুত অবস্থায় রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সবসময়ই ঘটে থাকে। তার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত, দুর্ঘটনা ঘটনার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। আপনারা স্বপ্ন দেখতেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়ের কথা আজ সেটা নিরঙ্কুশ জয় লাভ করেছে সারা বাংলাদেশে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন