ভাইয়ের বউকে গলাটিপে হত্যা, জা আটক
হবিগঞ্জ সদর উপজেলায় রোজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গৌরাঙ্গেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
রোজিনা আক্তার ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের জা সালমা আক্তারকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়া জানান, রোজিনার সঙ্গে তার ভাসুর আব্দুল ওয়াদুদ মিয়ার দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে বুধবার রাতে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
এক পর্যায়ে আব্দুল ওয়াদুদ, তার আরেক ভাই শফিকুল ইসলামের স্ত্রী সালমা আক্তারসহ পরিবারের লোকজন মিলে রোজিনাকে গলাটিপে হত্যা করে।
এসআই শাহিদ মিয়া জানান, এ ঘটনায় সালমা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আব্দুল ওয়াদুদসহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন