রাজধানীর ৬৭ শতাংশ ভবন নিয়মবহির্ভূতভাবে নির্মিত
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজধানীর ৬৭ শতাংশ ভবন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়মবহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের রাজউকের এক জরিপে এ তথ্য উঠে আসে।
জাতীয় সংসদে রোববার জাতীয় পার্টির সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী তিনি বলেন, ২০১৮ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজউকের আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় ২ লাখ ৪ হাজার ১০৬টি ভবন জরিপ করা হয়। এতে পূর্বনির্মিত ১ লাখ ৯৫ হাজার ৩৭৬টি ভবনের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৫৮৩টি (৬৭.৩৫%) ভবনের বিভিন্ন ধরনের ব্যত্যয় পাওয়া গেছে এবং নির্মাণাধীন ৮ হাজার ৭৩০টি ভবনের মধ্যে ৩ হাজার ৩৪২টি (৩৮%) ভবনের অনুমোদিত নকশায় ব্যত্যয় পাওয়া গেছে। জরিপকৃত ভবনের মধ্যে মোট ১ লাখ ৩৪ হাজার ৯২৫ টিতে (৬৬%) অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে।
৫৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে
সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনের পর থেকে এ পর্যন্ত ৫৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে বিভাগীয় তদন্ত করে ১২ জনকে সাজা দেওয়া হয়েছে। ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান ও ৪৩ জনকে সতর্ক বা অব্যাহতি দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন