নরেন্দ্র মোদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সৌজন্য সাক্ষাৎ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। নয়া দিল্লীতে বৃহস্পতিবার সকালে এই সাক্ষাতের সময় দুই দেশের বিভিন্ন চুক্তি, অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নতি নিয়ে প্রশংসা করেন।
আগামীকাল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও একান্ত বৈঠক করবেন ড. মোমেন। এরপর দুই দেশের জয়েন্ট কমিশনের সভায় নেতৃত্ব দেবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে।
এর আগে চারদিনের সফরে বুধবার রাতে ভারতের নয়াদিল্লি পৌঁছান ড. এ কে আব্দুল মোমেন। দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন