হজে আর কোনো ভর্তুকি দেবে না পাকিস্তান
হজের ক্ষেত্রে আর কোনো ভর্তুকি দেবে না পাকিস্তান সরকার।
সম্প্রতি পাকিস্তানের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে মন্ত্রিসভার ওই বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
দেশটি তার আর্থিক অচলবস্থায় পড়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে পাক রাজনৈতিক বিশ্লেষকরা।
যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
ফাওয়াদ চৌধুরী ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হজে ভর্তুকি দেয়ার বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ বরাবরের মতো এবারের হজেও প্রত্যেক হাজিকে ৪৫ হাজার রুপি ভর্তুকি দেয়ার প্রস্তাব করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন আরও জানিয়েছে, সরকার ভর্তুকি না দিলে হজ যাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে।
সে হিসেবে পাকিস্তানের দক্ষিণাঞ্চলের হাজিদের এবার খরচ হবে ৪ লাখ ৩৬ হাজার ও উত্তরাঞ্চলের হাজিদের ৪ লাখ ২৬ হাজার পাকিস্তানি রুপি।
চলতি বছর পাকিস্তানের হাজিদের সংখ্য অন্তত ১ লাখ ৮৪ হাজার হতে পারে। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ৭ হাজার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন