ঢাকার ৪০ শতাংশ বাসিন্দা শ্বাসনালীর রোগে আক্রান্ত
বায়ু দূষণের কারণে ঢাকার ৪০ শতাংশ বাসিন্দা শ্বাসনালীর রোগে আক্রান্ত। পরিবেশ বাঁচাও আন্দোলন এবং নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন বক্তারা।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, ঢাকার ৯০ শতাংশ বাসিন্দা বায়ু দূষণের শিকার। প্রতিনিয়তই এই দূষণ বেড়ে চলছে। এতে করে মানুষের ভোগান্তি বাড়ার সঙ্গে সঙ্গে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা আরো বলেন, অপরিকল্পিত নির্মাণ কাজ, মেট্রোরেল এবং বিভিন্ন সেবামূলক কাজের জন্য যত্রতত্র খোঁড়াখুঁড়ি এই বায়ু দূষণের জন্য দায়ী। এতে করে ঢাকার ৪০ শতাংশ বাসিন্দা শ্বাসনালীর রোগে আক্রান্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন