ঢাকা আসছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান
পাঁচদিনের সফরে ঢাকা আসছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান মার্শাল বীরেন্দর সিংহ ধানোয়া পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, ভিএম এডিসি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর আমন্ত্রণে রবিবারই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তার। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সফরে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে থাকছেন তার স্ত্রী কামালপ্রিত ধানোয়া ও দুই সদস্যের প্রতিনিধি দল।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বীরেন্দর। বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটিও পরিদর্শন করবেন তিনি।
ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভারতের বিমান বাহিনী প্রধানের বাংলাদেশ সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন