বোধ || অনিন্দ্য আসাদ
বোধ
অনিন্দ্য আসাদ
ভেতরের আমিটার কান্নায়
সহসা কেঁপে উঠি
সেতো আমারই মতন একলা ভীষণ
বোধের আঙ্গিনা জুড়ে মোরাকাবা করে
কাটলো সারাটি জীবন।
যোগ বিয়োগের সরল খেলায়
বারেবারে শূণ্য রয়ে যায়
জীবনের ক্যালকুলেটরে
সততার জড়াজীর্ণ আলখেল্লা
এক ঘরে করে রাখে আমি ও আমাকে।
জীবন যাপন পৌছে যায় রঙিন গন্তব্যে
শুধু আমি বসে থাকি ময়লা জামায় স্টেশানে,
বোধের প্যাঁচানো দড়িটা আমার গলায়
পায়ের নীচেই পড়ে থাকে সাজানো জীবন,
জীবনকে দুই পায়ে দলে
নিজেকে বাঁচাই, আমাকে বাঁচাই
জড়াজীর্ণ সততার আলখেল্লায়
জীবন সাজাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন