আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থার উন্নতি
বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বাদ্যযন্ত্রশিল্পী আলাউদ্দীন আলী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা শেষে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার বিকেলে আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা মিমি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চিকিৎসকরা আজ আশা ব্যঞ্জক রিপোর্ট দিয়েছেন। আগের চেয়ে অনেকটা ভালো আছেন আলাউদ্দীন আলী। তাকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। তবে দর্শনার্থী ভিড় না করতে কড় নির্দেশ রয়েছে চিকিৎসকদের।’
স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই তিনি অসুখে ভুগছেন। এ যাত্রা অনেকদিন হাসপাতালে থাকতে হলো তাকে। অধ্যাপক ডা. আহমেদুল কবির, ব্রিগেডিয়ার জেনারেল ডা. দেলোয়ার হোসেন ও ডা. জাকির হোসেন সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আলাউদ্দীন আলী এখন খানিকটা ভালো। আল্লাহর রহমতে দ্রুতই হয়তো তিনি উঠে বসতে পারবেন। সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।’
আলাউদ্দীন আলী দীর্ঘদিন ধরেই ফুসফুসের অসুখে আক্রান্ত। সম্প্রতি তার শরীর বেশি খারাপ হলে গত জানুয়ারি মাসের শেষ দিকে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তখন জানান, এই সুরস্রষ্টার রক্তে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় রক্তচাপ ও জ্ঞানের মাত্রা কমে যায়। একই সময়ে হঠাৎ তার হৃৎস্পন্দনও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। তাকে লাইফ সাপোর্টে
রাখা হয়। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতিতে লাইফ সাপোর্ট প্রত্যাহার করা হয়েছে।
সুস্থ হয়ে বাসায় ফিরলে আলাউদ্দীন আলীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলেও জানালেন তার স্ত্রী ফারজানা মিমি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন