ঢাকা সিটির নির্বাচন সুষ্ঠু করতে সিইসির নির্দেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন এবং দুই সিটি করপোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলোর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
এসময় নির্বাচনকে যেনো প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের প্রতি আমার অনুরোধ নির্বাচনকে আমাদের সুষ্ঠু করতে হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন