এক করিডোরেই ২৪ জনের মৃতদেহ!
চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা ৭০ মরদেহের মধ্যে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এক জায়গা থেকে।
আগুন লাগা হাজী ওয়াহিদ ম্যানশনের উল্টোদিকের একটি ভবনের নিচতলার মার্কেটের করিডোরের শেষ মাথা থেকে একসঙ্গে ২৪টি মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মী আজিজুল ইসলাম।
তিনি জানান, দেখে মনে হয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা দৌঁড়ে এক জায়গায় আশ্রয় নিয়েছিলেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা মসজিদের পাশে ওয়াহিদ ম্যানশনে আগুনের সূত্রপাত হয়। বিকট শব্দে রাস্তায় থাকা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পর সেই আগুনে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। পরে আগুন পাঁচতলা ওয়াহিদ ম্যানশন ছাড়াও আরো চারটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুন লাগা ভবনগুলোয় রাসায়নিক মজুদ ছিল। একই ভবনের নিচ তলায় হোটলে, উপরে রাসায়নিক গুদাম, তার উপরে মানুষের বসবাস।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা ১১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে অঙ্গার হয়ে যায় ৭০ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন