জাপানের জনপ্রিয় কার্টুন এবার বাংলাদেশে

জাপানের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ছিবি মারুকো চান’ এবার দেখা যাবে দেশের টেলিভিশনে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বেসরকারি চ্যানেল এনটিভিতে বাংলায় প্রচার শুরু হচ্ছে কার্টুনটির। ঢাকাস্থ জাপানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

জাপানি টিভি অ্যানিমেশন সিরিজ হিসেবে ‘ছিবি মারুকো চান’ খুবই জনপ্রিয়। যা সাকুরা মমকো’র একটি আত্মজৈবনিক রম্যরচনা অবলম্বনে নির্মিত।

১৯৯০ সালের পর থেকে এ কার্টুন সিরিজটি শিশুদের কাছে সবসময় জনপ্রিয় হয়ে আসছে আর এই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এটি সম্প্রচারিত হচ্ছে।

এই ধারাবাহিকের কাহিনী আবর্তিত হয়েছে জাপানের একটি শহরতলির মারুকো নামে পরিচিত মোমোকো সাকুরার পরিবার আর স্কুলের বন্ধুদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ গল্প নিয়ে।

প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই কার্টুন সিরিজটি দেখা যাবে। মোট ৪৮টি পর্ব নিয়ে এটি নির্মিত হচ্ছে।