প্রতিমন্ত্রীর সামনে ‘ইংলিশ’ বানান পারলেন না শিক্ষক
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন হঠাতই কুড়িগ্রামের কয়েকটি বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে সেখানের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের বেহাল দশা ও করুণ পরিস্থিতি দেখতে পেয়েছেন।
এসব দৃশ্য দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শনিবার কুড়িগ্রামের রৌমারীর চরগেন্দার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উলিপুর উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর সুখেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী উলিপুর উপজেলার চরসুখেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে সেখানে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে দেখেননি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জানা গেছে, সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরপর তিনি রৌমারী উপজেলার চরগেন্দার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান।
সেখানেও পাঠদানের বেহাল দশা দেখতে পান তিনি। সেখানে তিনি শিক্ষার্থীদের ইংরেজিতে ‘ইংলিশ’ শব্দটির বানান জিজ্ঞেস করেন।
তাৎক্ষণিকভাবে স্কুলটির প্রথম থেকে পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থী সঠিক বানান বলতে পারেনি।
এসময় তিনি বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে ‘ইংলিশ’ শব্দটির বানানটি লিখতে বলেন।
ওই শিক্ষকও প্রথমে বানানটি লিখতে ও বলতে ভুল করে।
তবে শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীর করা আরও কয়েকটি প্রশ্নের সঠিক জবাব দিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের জাতির পিতার নাম, প্রধানমন্ত্রীর নামসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ের সঠিক জবাব দিতে পেরেছে শিক্ষার্থীরা।
তবে ইংরেজি বিষয়ে রৌমারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এমন করুণ দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন