মোস্তফা কামাল মাহদী’র মনোনয়নপত্র বাতিল
বিশিষ্ট সাংবাদিক, সংগঠক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল মাহদীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ বুধবার (৬ মার্চ ২০১৯) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুর জেলা রিটার্নিং অফিসার মঠবাড়ীয়া উপজেলার ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন।
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে মোস্তফা কামাল মাহদী আওয়ার নিউজ বিডিকে জানান, হলফনামায় স্বাক্ষর না করার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি উচ্চ আদালতে আপিল করবেন কিনা সেব্যাপারে কিছু স্পষ্ট করেননি।
উল্লেখ্য মোস্তফা কামাল মাহদী সাপ্তাহিক দেশগ্রাম এর সম্পাদক এবং বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মনোনয়ন পেলে তিনি আম প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন