ইউরোপীয় সংসদে দ্বিগুণ হচ্ছে কট্টর ডানপন্থিরা!
এক জরিপ বলছে, আগামী মে মাসে হতে যাওয়া ইউরোপীয় সংসদের নির্বাচনে কট্টর ডানপন্থি দলগুলোর আসন সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হতে যাচ্ছে৷ বিশেষ করে ফ্রান্স, ইটালি ও পোল্যান্ডের এ ঘরানার দলগুলো এ দৌঁড়ে এগিয়ে রয়েছে৷
আগামী মে মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত ৭০৫ আসন বিশিষ্ট ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচন করা হবে৷ বর্তমান সংসদে ইউরোপ অফ নেশন্স অ্যান্ড ফ্রিডম বা ইএনএফ নামক অতিডানপন্থি দলগুলোর জোটের প্রতিনিধির সংখ্যা ৩৭৷
জার্মানির বিল্ড পত্রিকার ইউরোপের ছয়টি দেশে ৯ হাজার লোককে নিয়ে একটি জরিপ করেছে৷ সেখানে দেখা গেছে, তিনটি দেশেই ইউরোপের বর্তমান নীতির সমালোচক ডানপন্থিরা এগিয়ে রয়েছে৷
জরিপ অনুযায়ী, ফ্রান্সে মারিন ল্য পেনের ন্যাশনাল .ব্যালি ২৩ ভাগ ভোট পাবে৷ ইটালিতে মাত্তেও সালভিনির লীগ পাবে ৩৩ শতাংশ ভোট৷ আর ইএনএফ-এর সদস্য না হলেও পোল্যান্ডে ইয়ারোশ্লফ কাচিনস্কির দল ল অ্যান্ড জাস্টিস পাবে ৪২ শতাংশ ভোট৷
ইউরোপের কয়েকটি দেশে জাতীয় নির্বাচনে সম্প্রতি উগ্র ডানপন্থি বা ইউরো নীতির সমালোচক দলগুলো রক্ষণশীল ও বামঘেঁষা দলগুলোকে পেছনে ফেলেছে৷ জরিপ বলছে, রক্ষণশীল ইউরোপীয়ান পিপলস পার্টি (ইপিপি) ১৭৪টি আসন পাবে, যা বর্তমান মেয়াদের চেয়ে ৪৩টি আসন কম৷ সোশ্যালিস্ট ও ডেমোক্রেটদের প্রগতিশীল জোট (এসঅ্যান্ডপি) হারাবে ৪৫টি আসন৷ এখন তাদের আসন সংখ্যা ১৮৬টি৷
লিবারেল ও ডেমোক্রেটদের জোট এএলডিই-ও আরো ৩৩টি আসন হারিয়ে ১০১ আসনে নেমে যাবে৷ আর ইউরোপীয় সবুজ জোট ইএফএ ৫২ আসন থেকে নেমে ৪৪-এ এসে ঠেকবে৷
ইটালি, পোল্যান্ড ও ফ্রান্স ছাড়া জরিপের আওতাভুক্ত অন্য দেশগুলো হলো জার্মানি, অস্ট্রিয়া ও স্পেন৷
জার্মানিতে আঙ্গেলা ম্যার্কেলের ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও তাদের বাভেরিয়ান সহযোগী ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ)’র জোট ২৯ শতাংশ ভোট নিয়ে সবচেয়ে এগিয়ে৷ সামাজিক গণতন্ত্রী পার্টি ও সবুজ দল যথাক্রমে ১৬ ও ১৫ ভাগ এবং বামপন্থিরা ৯ ভাগ ভোট পাবে বলে আশা করছেন জরিপে অংশ নেয়া ইউরোপবাসীরা৷
উগ্র ডানপন্থি দল অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) ইএনএফ-এর সদস্য না হলেও ১২ ভাগ ভোট পাবে বলে ধারণা করছে এই জরিপ৷-ডয়চে ভেলে’র সৌজন্যে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন