ডাকসু নির্বাচন: বস্তাভর্তি সিল মারা ব্যালট উদ্ধার
বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই কেন্দ্রে ডাকসু এবং হল সংসদ নির্বাচন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, রাতে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রেখে দিয়েছিল ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেজন্য কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নিদিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থী ও প্রার্থীরা অভিযোগ করেন রাতেই ব্যালট পেপারে ভোট দিয়ে রেখেছে ছাত্রলীগ, তাই তাদের খালি ব্যালট বাক্স দেখিয়ে তারপর ভোট শুরু করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ তা দেখাতে না চাইলে ছাত্রীরা জোর করে ভোক কক্ষে প্রবেশ করে সেখান থেকে বস্তাভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, প্রক্টর,নির্বাচন কমিশনাররা ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন