কাব্য বিলাস মঞ্চায়ন করল ‘হইয়া গেল নির্বাচন’
বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে উত্তরা বই মেলায় সোমবার, দেশের অন্যতম জনপ্রিয় শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্য গোষ্ঠী মঞ্চায়ন করে রম্য হাসির নাটক হইয়া গেল নির্বাচন।
জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে তার ফল কি হতে পারে সেই ঘটনা রম্য ভাবে উঠে এসেছে এই নাটকে।
মুহুর মুহুর করতালি ও হাসির ধ্বনিতে দর্শকেরা মুগ্ধ ভাবে উপভোগ করছিল, নির্বাচনে হেরে জামানত বাজেয়াপ্ত হবার পরে প্রার্থীর করুন পরিণতির সাবলীল অভিনয়।
কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ৭৮ তম প্রযোজনা নিয়ে দলের পক্ষে নাঈম আহম্মেদ জানান, ভিন্নধারার নাটক মঞ্চায়নের ধারাবাহিকতায় সময় উপযোগী নাটক হইয়া গেল নির্বাচন। আগামীতেও এমন বিনোদনমূলক নাটক কাব্য বিলাস মঞ্চস্ত করবে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, চাঁদনী নূর, সজীব খান, অন্তর সরকার, নাঈম আহম্মেদ, নূর ইসলাম, মো : রাসেল, আশরাফ, রাহুল রাজ এবং আরো অনেকে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন