কক্সবাজারে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
রোববার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- আবুল হোছেন, ছাদেক, বদি আলম ও রমিজ। তারা ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুই প্রভাবশালী চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে।
প্রিজাইডিং কর্মকর্তা ওসমাণ গনি বলেন, কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাইরে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। যার কারণে ভোট শূন্য অবস্থায় রয়েছে কেন্দ্রটি। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করেছি।
তৃতীয় পর্যায়ে দেশের ১১৭ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাত বিভাগের ২৫ জেলায় এই নির্বাচন চলছে।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ দুটিতে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রেখেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















