তারেককে ফেরত দেয়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়া : রবার্ট ডিকসন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত দেয়া অনেক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার রবার্ট ডিকসন।

বুধবার রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর নিজ বাসভবনে দেখা করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রবার্ট ডিকসন বলেন, তারেক রহমান কোন আইনের ভিত্তিতে তার দেশে অবস্থান করছেন তা নিয়ে লন্ডনের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। তবে আইনি প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ হওয়ায় এটি অনেক দীর্ঘমেয়াদি বিষয়।

এদিকে আইনমন্ত্রী বলেন, দুটি কারণে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তাই তারেকের স্থান হবে কারাগারে।

দ্বিতীয় কারণ হিসেবে আইমমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।

প্রসঙ্গত, একাধিক ফৌজদারী মামলায় দণ্ডিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।