নরসিংদীতে এক বছর ধরে নিজ মেয়েকে ধর্ষণ, বাবাকে পুলিশে সোপর্দ
নরসিংদীর মনোহরদীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে শরীফ হোসেন (৩৭) নামে এক ভ্যানচালক পিতাকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার একদুয়ারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত শরীফ হোসেন একদুয়ারিয়া গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
ধর্ষিতা ওই কিশোরীর মা সাংবাদিকদের জানান, তারা গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দেওপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন। দাম্পত্য জীবনে তাদের এক মেয়ে (১৫) ও দশ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
প্রায় একবছর আগে বাড়িতে কেউ না থাকায় কিশোরী মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বাবা শরীফ হোসেন। ভয়ে মেয়েটি এ ঘটনা কাউকে জানায়নি। কিছুদিন পরেই একই কায়দায় আবারো তাকে ধর্ষণ করা হয়। এভাবে কয়েকদিন একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলে মেয়েটি তার মাকে সব জানিয়ে দেয়। লোক লজ্জার ভয়ে মা এ বিষয়ে কাউকে কিছু বলেনি।
দিন-দিন স্বামী শরীফ হোসেন আরো বেপোরোয়া হয়ে পড়েন। এতে ধীরে ধীরে আশপাশের লোকজনও এই ন্যাক্কারজনক ঘটনা সম্পর্কে জেনে যায়। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে এলাকাবাসী তাদেরকে এলাকা থেকে বের করে দেন।
এরপরই মাস তিনেক আগে শরীফ পরিবার নিয়ে নিজ বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার বিকালে মেয়েটি গোসল করতে যায়। এসময় বাবা শরীফ হোসেন গোসলখানায় মেয়েকে দেখতে পেয়ে সেখানে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সে সময় কিশোরীর মা বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যার দিকে মা বাড়িতে এলে কিশোরী ধর্ষণের ঘটনা জানায়।
এ সময় কিশোরীর মা আশপাশের কয়েকজনকে ঘটনা সম্পর্কে অবহিত করেন। পরে ধীরে ধীরে পুরো এলাকায় ঘটনাটি জানাজানি হয়ে পড়লে এলাকাবাসী মিলে শরীফ হোসেনকে আটক মনোহরদী থানায় খবর দেন। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষণের অভিযোগে শরীফ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে ধর্ষক শরীফ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। আর ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন