কমলগঞ্জে বজ্রপাতে দুই সহোদর শিশুর মৃত্যু
আবদুল হাই ইদ্রিছী : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ধমকা বাতাসের সাথে সৃষ্ট বজ্রপাতে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
৩১ মার্চ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর পতনউষার গ্রামের দিনমজুর জুনেদ মিয়ার ৬ বছরের শিশু কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছরের মুন্নী আক্তার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে সদিয়া আক্তার ও ছোট বোন মুন্নী আক্তার গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত দুই বোন পতনঊষার মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।
গ্রামবাসী সূত্রে আরও জানা যায়, ঘটনার সময় দিনমজুর জুনেদ মিয়ার তিন শিশু খেলা করছিল। বজ্রপাতে ছোট ২ শিশু প্রাণ হারিয়েছে। দুই সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের পক্ষ থেকে নিহত সহোদরা শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন