নেপালে ঝড়ে নিহত ২৫, আহত ৪ শতাধিক
নেপালে প্রচণ্ড ঝড় ও প্রবল বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চার শতাধিক লোক আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।
রোববার সন্ধ্যায় দেশটির বারা ও পারসা জেলার ওপর দিয়ে তীব্র এ ঝড় বয়ে যায় বলে দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় ও ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ঝড় ও বৃষ্টিতে হতাহত ছাড়াও বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে গেছে।
বারা পুলিশের প্রধান সানু রাম ভাট্টারাই বলেন, রোববার রাতে বারা জেলা ও এর আশপাশের এলাকায় বজ্রপাতসহ প্রচণ্ড শক্তিশালী ঝড় আঘাত হানে।
তিনি আরো বলেন, ‘ঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু ও আরো অনেক লোক আহত হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় তল্লাশি ও উদ্ধার কর্মীদের মোতায়েন করা হয়েছে।’মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
প্রসঙ্গত, দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৬২ কিলোমিটার দক্ষিণে বারার অবস্থান। সীমান্তবর্তী জেলাটির অপরপাশে ভারতের বিহার রাজ্য। জেলাটির অনেকগুলো গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালে বসন্তকালে বজ্রঝড় নিয়মিত বিষয় হলেও এ রকম প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও তাতে এত লোকের মৃত্যু সাধারণত দেখা যায় না।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ঝড়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন