ভারতে গোলাগুলিতে চার বিএসএফ জওয়ান নিহত
ভারতের ছত্তিশগড়ে বিদ্রোহীগোষ্ঠী মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার জওয়ানের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত দুই জওয়ান। বৃহস্পতিবার এ গোলাগুলির ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, ছত্তিশগড়ের কানকার জেলার মাহলা গ্রামের কাছে গহীন জঙ্গলে মাও বিদ্রোহীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই জঙ্গলে বিএসএফের ১১৪তম ব্যাটালিয়নের জওয়ানরা তল্লাশি অভিযান চালানোর সময় আক্রান্ত হন।
দেশটির সরকারি বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বিএসএফের উপ-মহাপরিদর্শক সুন্দর রাজ পি বলেন, ওই ঘটনায় বিএসএফের চার সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে মহাসমুন্দ ও রাজনন্দগাঁও আসনসহ কানকারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন