‘মুসলিম হতে পেরে আমি গর্বিত’ বললেন সুইডিশ ফুটবলার
‘আমি এখন খুবই শান্তিপূর্ণ জীবনযাপন করছি। নিয়মিত কোরআন পড়ি, নামাজ পড়ি, রোজাও রাখি। মুসলিম হতে পেরে আমি গর্বিত।’ কথাগুলো বলেছেন সুইডেনের অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক রনজা অ্যান্ডারসন। সাত মাস আগে ইসলাম গ্রহণ করা এই তরুণী এক টিভি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
সুখে-শান্তিতে বসবাস করলেও ইসলাম গ্রহণের পরই বিভিন্ন জায়গা থেকে জীবন নাসের হুমকিও এই সুইডিশ গোলরক্ষক। গত বছরের মে মাসে রনজা ইসলাম গ্রহণের পর তাকে নিয়ে গোটা ইউরোপ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকে তাকে স্বাগত জানালেও উগ্রপন্থী অনেকের কাছ থেকে হুমকির সম্মুখীন হতে হয়েছে তাকে।
এদিকে অনুষ্ঠানের মাধ্যমে টিভি কর্তৃপক্ষ এমন একজনকে খুঁজে বের করেন যিনি রনজাকে বিদ্বেষমূলক চিঠি পাঠিছেন। তাকেও হাজির করা হয় অনুষ্ঠানে। সেখানে তিনি এ ঘটনার জন্য রনজার কাছে ক্ষমা চান।
ইসলাম গ্রহণ সম্পর্কে এই নারী ফুটবলার বলেন, ১৫ বছর বয়সের সময় এক তুর্কি যুবকের সাথে বন্ধুত্ব হয় আমার। তার ও তার পরিবারের মাধ্যমে আমি ইসলাম সম্পর্কে জানতে পারি। তাদের সাথে আমি তুরস্কেও বেড়াতে যাই। সেখানে মসজিদ দেখে আমি খুবই মুগ্ধ হয়ে যাই।
রনজা জানান, তুর্কি পরিবারটির সংস্পর্শে এসেই তার মধ্যে ইসলামি জীবনাচারণের প্রভাব পড়ে এবং এটি এতই ভালো লাগে যে, ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। রনজা আরো বলেন, আমি এখন খুবই শান্তিপূর্ণ জীবনযাপন করছি। নিয়মিত কোরআন পড়ি, নামাজ পড়ি, রোজাও রাখি। মুসলিম হতে পেরে আমি গর্বিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন