কুমিল্লা ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড)-এ একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (০৮ এপ্রিল) রাতে আর এন টেক্সটাইল নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ জানান, রাত সাড়ে ৯টার দিকে আরএন স্পিনিং মিলে আগুন লাগার খবর শুনে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও জানান, রাত সোয়া ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন