৩টার মধ্যে রাসেলকে টাকা না দিলে গ্রিন লাইনের বিরুদ্ধে ব্যবস্থা
বাসের চাপায় পা হারানো বুধবার (১০ এপ্রিল) রাসেলকে বিকেল ৩টার মধ্যে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার কিছু অংশ না দিলে গ্রিন লাইন পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন হাইকোর্ট।
ক্ষতিপূরণের টাকার জন্য এক মাস সময় চেয়ে গ্রিন লাইন পরিবহনের করা আবেদনের শুনানিতে এ কথা বলেন এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এর আগে গত ৪ এপ্রিল রাসেলকে ১০ এপ্রিলের মধ্যে রাসেলকে ক্ষতিপূরণ না দিলে ১১ এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনের সব ধরনের টিকেট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
তবে এখনো পর্যন্ত রাসেলকে কোনো টাকা না দিয়েও বুধবার আরো এক মাস সময় চেয়ে হাইকোর্ট আবেদন করে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক প্রাইভেটকার চালক রাসেলের ওপর বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন