রাসেলকে ৫ লাখ টাকার চেক দিলো গ্রীন লাইন কর্তৃপক্ষ
বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে বলা হলেও আজ আদালতের মাধ্যেমে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গ্রীনলাইন পরিবহন কর্তৃপক্ষ। এরআগে আজ নির্ধারিত তারিখে টাকা দিতে বলা হলেও দেয়নি গ্রীন লাইন পরিবহন পরে সকালে ৩ টার মধ্যে টাকা না দিলে ব্যবস্থা নেয়া হবে জানায় হাইকোর্ট। এরপরই পাঁচ লাখ টাকার চেক প্রদান করলো কর্তৃপক্ষ।
এর আগে গত ৩১ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাসেলকে ৫০ লাখ টাকা দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এরপর একই দিন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ৩ এপ্রিলের মধ্যে ৫০ লাখ টাকা রাসেলকে বুঝিয়ে দিতে গ্রিনলাইন পরিবহনকে আবার নির্দেশ দেন এবং টাকা দেওয়ার পর বৃহস্পতিবার তা হাইকোর্টকে জানাতে বলেন। কিন্তু বৃহস্পতিবার বিষয়টি হাইকোর্টের এই বেঞ্চে আদেশের জন্য এলে রাসেলের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, গ্রিন লাইন পরিবহন তাদের সাথে টাকা দেয়া নিয়ে এখনও কোন যোগাযোগ করেনি। এসময় গ্রিন লাইন পরিবহন পক্ষের আইনজীবী ওয়াজি উল্লাহ আদালতকে বলেন, ‘গ্রিন লাইনের প্রোপাইটার চিকিৎসার জন্য এখন দেশের বাইরে রয়েছেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন