১০ দিন আগেই হামলার সতর্ক বার্তা পেয়েছিল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ রাজধানী কলম্বোর সিরিজ বোমা হামলার সতর্ক সঙ্কেত ১০ দিন আগেই পেয়েছিল।
দেশটির পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা বিদেশি গোয়েন্দা সংস্থার বরাতে গত ১১ এপ্রিল এই সতর্ক বার্তা দেন বলে খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।
ওই সতর্কবার্তায় বলা হয়, উগ্রপন্থী মুসলিম গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) শ্রীলঙ্কার প্রধান গির্জাগুলোয় আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে।
গোষ্ঠীটি কলম্বোয় ভারতীয় হাইকমিশনেও হামলার পরিকল্পনা করেছে বলে এতে বলা হয়েছে।
রোববার সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে বোমা হামলা চালানো হয়।
খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব স্টার সানডে ঘিরে এই হামলায় এখন পর্যন্ত ১৮৫ জন নিহত ও ৪ শতাধিক আহতের খবর দিয়েছেন কলম্বো ন্যাশনাল হাসপাতালের পরিচালক অনিল বিক্রমাসিংহে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন