সেমিফাইনাল খেলা অসম্ভব কিছু নয়: মাশরাফি
দেশের প্রথম অধিনায়ক হিসেবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। আরেকটি কীর্তি গড়তে যাচ্ছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। প্রথম ক্রিকেটার কাম সাংসদ হিসেবে বিশ্বমঞ্চে পারফরম করতে চলেছেন ম্যাশ। এর আগে এ নজির কারো নেই।
নিজে তো রেকডর্ গড়ছেন, দলের সম্ভাবনা কতটুকু? জবাবে মাশরাফি বললেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। তাই নিজের কাজটা ঠিকমতো করতে চাই। এবার সেমিফাইনাল খেলা অসম্ভব কিছু নয়। দলের ব্যাটিং গভীরতায় বড় শক্তি। নিজেদের কাজটা ঠিকমতো করতে পারলে ভালো কিছু হবে। ইনশাআল্লাহ।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকাপে অন্যদের মতো আমরা ফেভারিট নই। আমাদের মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। এজন্য সবাই প্রস্তুত আছি কী না সেটা গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে মাশরাফি বলেন, এতে আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়া কিছু নেই। আমি অতিরিক্ত চাপ নিতে চাই না। আমি সবসময় ভাগ্যে বিশ্বাসী। আমাদের সেমিফাইনাল বা ফাইনাল খেলতে হবে এরকম কোনো চাপ নিতে চাই না। বিশ্বসেরা দলগুলোও অনেক সময় ভালো করতে পারে না। তবে হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বকাপে ভালো করার জন্য মুখিয়ে আছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন