‘আইএস’র দায় স্বীকারের বিষয়টি পরীক্ষা করা হচ্ছে’
উগ্রবাদ ইস্যুকে কেন্দ্র করে কোনো মহল উদ্দেশ্য হাসিলের জন্য গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, আইএস-এর দায় স্বীকার করার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, গতকাল গুলিস্তানে দুই ট্রাফিক পুলিশ সদস্য ও একজন কমিউনিটি পুলিশ সদস্যকে লক্ষ্য করে যে ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়েছে তা সাধারণ ককটেল নয়, অনেক শক্তিশালী ছিল।
তিনি আরো বলেন, এ ঘটনায় যেই জড়িত থাকুক তাদের খুঁজে বরে করে আইনের আওতায় আনা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন