গ্রিন ইউনিভার্সিটিতে ‘শিক্ষার্থীদের মূল্যবোধ ও ক্যারিয়ার গঠন’ শীর্ষক ওয়ার্কশপ
‘শুধু ভালো ফল নয়, নৈতিক মূল্যবোধও অর্জন করতে হবে’
আগের তুলনায় গ্রাজুয়েটরা ভালো ফল করলেও তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নৈতিক অবক্ষয়ের হার বাড়ছে। এ থেকে উত্তরণে শিক্ষা সংশ্লিষ্টদের যেমন কাজ করতে হবে; পাশাপাশি কলেজ-বিশ^বিদ্যালয়গুলোকেও দায়িত্ব নিতে হবে। কারণ, শিক্ষার্থীদের শুধু জ্ঞান দিলেই হবে না; তাদেরকে মানবিক করে তোলার দায়িত্বও শিক্ষকদের নিতে হবে।
গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সোমবার ‘ছাত্রদের মধ্যে মূল্যবোধ বৃদ্ধি ও তাদের ক্যারিয়ার গঠনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক ওয়ার্কশপ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। ওয়ার্কশপে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত ২৬টি কলেজের অধ্যক্ষ ও অন্যন্য শিক্ষকরা অংশ নেন।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির এতে মূল্য আলোচকের ভূমিকা পালন করেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম প্রমুখ।
ওয়ার্কশপে অন্যান্য বক্তারা বলেন, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো- একাডেমিক পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ ও উন্নত আচরণের অধিকারী হিসেবে গড়ে তোলা। তারাই আগামী প্রজন্মকে চরম অবনতির হাত থেকে রক্ষা করতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন