ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান
২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক। শিক্ষার্থীরা ৮ মে থেকে আবেদন করতে পারবে। চলবে ১৩ জুন পর্যন্ত।
মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, ডাচ-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
শিক্ষার্থীরা http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন