ঈদুল ফিতরে বন্ধ থাকবে মৈত্রী-বন্ধন এক্সপ্রেস
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ৪ থেকে ৬ জুন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। এছাড়া সাময়িকভাবে ট্রেন দুইটির সময়সূচির কিছুটা রদবদল আনা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সিওপিএস এবং সিসিএমকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (মার্কেটিং) কালিকান্ত ঘোষ।
রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত উভয় দেশের রেলওয়ের সম্মতিক্রমে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৪ জুন কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস ৩১০৯ নম্বর ট্রেন এবং ৫ জুন ঢাকা-কলকাতা রুটে ৩১১০ ট্রেনটি বন্ধ থাকবে।
এতে আরো বলা হয়, ৬ জুন খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ৩১২৯-৩১৩০ ট্রেনটিও বন্ধ থাকবে। ট্রেনের সাধারণ সেবা ঈদের পর আবার চালু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন