ঈদ যাত্রা: লঞ্চের কেবিনের আগাম টিকিট বুকিং শুরু কাল
ঈদে ঘরমুখো নৌ-যাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বুকিং শুরু হচ্ছে আগামীকাল। টিকিট পাওয়া যাবে ১৮ থেকে ২০ রমজান পর্যন্ত। আর বিআইডব্লিউটিসির স্টিমারের টিকিট বুকিং শুরু হতে পারে ১৫ রমজান থেকে। টিকিট কালোবাজারে যাতে না যায় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
একদিকে তুলনামূলক ভাড়া কম আর অন্যদিকে আরামদায়ক । এসব কারণে বরিশালসহ উপকূলীয় এলাকার বেশিরভাগ মানুষের যাতায়াত নৌ-পথেই। তাই ঢাকা-বরিশাল নৌ-পথে লঞ্চের কেবিনের টিকিট পাওয়া কঠিন। তার ওপর ঈদে থাকে আবার বাড়তি চাহিদা। এ কারণে লঞ্চের কেবিন অগ্রিম বুকিং এ বেশি আগ্রহ থাকে যাত্রীদের। এবার ১০ রমজান থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং শুরু হবে বলে জানান, এই লঞ্চ মালিক।
লঞ্চ মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, ‘এবার ঈদে আগে আসলে আগে কেবিন পাবে এই ভিত্তিতে স্টক থাকা পর্যন্ত টিকিট বিক্রি শুরু করা হয়েছে।’
আর ২০ রমজানের মধ্যে শেষ হবে কেবিনের অগ্রিম টিকিট বুকিং। নিজাম শিপিং লাইনস ম্যানেজার মোঃ হুমায়ুন কবির বলেন, ‘কেবিনের টিকিট যেন কালোবাজারির হাতে না যায়, সেদিকে খেয়াল রাখছি।’
এদিকে স্টিমারের কেবিন বুকিং ১৫ রোজা থেকে শুরু হতে পারে বলে জানালেন বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা । বিআইডব্লিউটিসি সহ-মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, ‘এবারও ঈদের এক সপ্তাহ পূর্বে বিআইডব্লিউটিসি’র স্টিমারের সার্ভিস চালু হওয়ার কথা রয়েছে।’
এবার ঈদে ঢাকা-বরিশাল রুটে মোট ২৪ থেকে ২৫টি লঞ্চ ও ৫টি স্টিমার চলার কথা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন