‘প্রচারিত বিজ্ঞাপনের সাথে ‘সম্প্রীতি বাংলাদেশে’র সম্পৃক্ততা নেই’
সম্প্রতি বিভিন্ন পত্রিকায় জঙ্গি সনাক্তকরণ বিজ্ঞাপন নিয়ে সম্প্রীতি বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলেনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, গত ১২ মে পত্রিকায় প্রচারিত বিজ্ঞাপনটির সাথে সম্প্রীতি বাংলাদেশের কোন সম্পর্ক নেই। এই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সামাজিক সংগঠন। তাই প্রচারিত বিজ্ঞাপনটি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা অনাকাঙ্খিত বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন