‘দুর্ঘটনা-যানজট রাতারাতি সমাধান করা সম্ভব নয়’
ঈদে ঘরমুখো সাধারণ মানুষ যেনো ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে মহাখালীর বিআরটিএ ভবনে, সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, দুর্ঘটনা ও যানজটের কারণগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। সমন্বিত ও সবপক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি। ঈদের সময়, মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলতে না পারে সেব্যাপারে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। এবারের ঈদে মানুষ আগের চেয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে আশা করেন মন্ত্রী।
তিনি বলেন, ঢাকা- চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইলসহ উত্তরবঙ্গগামী মানুষের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন