রাস্তায় ফেলে ধ্বংস করা হলো ৩ ট্রাক আম
রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় সাভারের আশুলিয়ার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে কেমিক্যালযুক্ত তিন ট্রাক আম উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইলের নূর মোহাম্মদ খান মার্কেট ও আজিজ সুপার মার্কেটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এসব আম উদ্ধার করে। পরে এসব আম রাস্তায় ফেলে ধ্বংস করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন