নাড়ির টানে ছুটছেন মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা
নাড়ির টানে ঢাকা ছাড়ছে মানুষ। এজন্য আস্তে-আস্তে ফাঁকা হতে চলছে ২ কোটি মানুষের শহর ঢাকা। রোববার (২ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যানজটের তেমন চিত্র দেখা যায়নি। তবে নাড়ির টানে বাস ও রেলস্টেশনগুলোতে ভীড় জমাচ্ছে ঘরমুখো মানুষ।
মুন্না নামের এক ব্যবসায়ী বলেন, ইতোমধ্যে ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। রাস্তায় কোন যানজট নেই। তাই অনেক ভালো লাগছে।
পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন বেসরকারি চাকরিজীবী মামুন। তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতেই ঢাকা ছাড়ছি। ঈদ কাটিয়ে আবার ঢাকায় ফিরব।
এবার সড়ক পথে অবকাঠামোগত উন্নয়ন হওয়ায় অন্যবারের চেয়ে স্বস্তিতে ঈদযাত্রা হবে বলে আশা করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এবারের ঈদযাত্রা হচ্ছে ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা। ঈদযাত্রায় কোন যানজট কিংবা ভোগান্তি নেই। মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারবে।
তিনি আরও বলেন, ঈদযাত্রায় ও ঈদকে ঘিরে সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি, থাকব এবং আমাদের বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ সতর্ক থাকবে।
অন্যদিকে ঈদে স্বাচ্ছন্দ্য যাতায়াতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন