লাওসকে তাদেরই মাঠে হারিয়ে দিল বাংলাদেশ
কাতার বিশ্বকাপের প্রাক-বাছাইপর্ব জয় দিয়েই শুরু করল লাল-সবুজের বাংলাদেশ। লাওসকে তাদেরই মাঠেই ১-০ গোলে হারিয়েছে জামাল ভুঁইয়ার দল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা রবিউল হাসানের গোলেই জয় বাংলাদেশ।
লাওসের ভিয়েনতিয়েন জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে অবশ্য একরকম কোণঠাসাই ছিল বাংলাদেশ। একের পর এক প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতেই বেশি ব্যস্ত থাকতে হয় তাদের। গোলশূন্য স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে আরিফুর রহমানের বদলি হিসেবে রবিউলকে ও মতিন মিয়াঁর জায়গায় তৌহিদুল ইসলাম সবুজকে মাঠে নামান বাংলাদেশ কোচ জেমি ডে। তাতেই যেন বদলে যায় বাংলাদেশ।
৭১ মিনিটে রবিউল গোল করে এগিয়ে দেন দলকে। ডি-বক্সের বাইরে থেকে রবিউলের জোরালো শট গোলরক্ষককে পরাস্ত করে আশ্রয় খুঁজে নেয় জালে। এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই ম্যাচকে সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে দশ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছিল। যার একটিতে বাংলাদেশ জিতেছিল, অন্যটা ড্র হয়েছিল। লাওসকে হারিয়ে প্রস্তুতিটা ভালোভাবেই কাজে লাগাল জামাল ভুঁইয়ার দল।
আগামী ১১ জুন নিজেদের মাঠে লাওসের বিপক্ষে ফিরতি লেগ খেলবে বাংলাদেশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন