‘রাজধানীর প্রতিটি বাসায় গ্যাসের প্রিপেইড মিটার বসানো হবে’
রাজধানী প্রতিটি বাসা-বাড়িতে গ্যাসের প্রিপেইড মিটার বসানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, গ্যাসেন দাম সমন্বয় নিয়ে কাজ চলছে; কারণ সরকার দাম সমন্বয়ের পক্ষে। প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে বিগত দিনের থেকে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ দেয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানী খাতে ২৯ হাজার কোটি টাকার বাজেট দাবি করেছেন বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী। ঢাকা ও এর আশেপাশের এলাকায় পুরনো গ্যাস লাইন পরিবর্তন করে নতুন লাইন স্থাপন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন