ফতুল্লায় কয়েলের আগুনে একই পরিবারের দগ্ধ ৪
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় মশার কয়েলের আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন-আব্দুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩), জুথির ছোট বোন তানজিলা (৬)।
শিউলির স্বামী জাকির হোসেন জানান, তারা ফতুল্লার চিতাশা নয়ামারি এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। ভোরে মশার কামড় থেকে বাঁচতে শিউশি কয়েল ধরাতে যান। এসময় অসাবধানতায় ঘরে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা শিউলি, তার বাবা ও দুই মেয়ে পুড়ে যান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সকাল ৭টার দিকে একই পরিবারের দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিউলীর ৯৮ ভাগ, আব্দুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ ভাগ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন