গরু পাটক্ষেত নষ্ট করায় ছুরিকাঘাতে কৃষককে হত্যা
পাবনার ভাঙ্গুড়ায় গরু পাটক্ষেত নষ্ট করার জেরে আবুল কালাম (৫০) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।
স্থানীয় খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুর রহমান জানান, মঙ্গলবার সকালে চাঁদপুর গ্রামের কৃষক আবুল কালামের পাটক্ষেত নষ্ট করে একই গ্রামের সাইফুল ইসলামের একটি গরু। পরে আবুল কালামের ছেলে আবুল বাশার গরুটিকে ক্ষেত থেকে ধরে এনে তাদের বাড়িতে বেঁধে রাখে। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল তার দলবল নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে আবুল কালামের পেটে ছুরিকাঘাত করা হয়।
পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সামান্য কারণে একজন নিরীহ মানুষকে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন খানমরিচ ইউপি চেয়ারম্যান।
ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন