১০ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ হাজার ৫২৬ জন
গত ১০ বছরে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২৫ হাজার ৫২৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৯ হাজার ৭৬৩ জন। বুধবার (১২) জাতীয় সংসদ অধিবেশনে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে বিএনপির এমপি হারুনুর রশীদ তার প্রশ্নে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ও পঙ্গুত্ব বরণকারীদের সংখ্যা জানতে চান। এর জবাবে ওবায়দুল কাদের তার লিখিত জবাবে জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত মোট ২৫ হাজার ৫২৬ জন মারা গেছে এবং ১৯ হাজার ৭৮৩ জন আহত হয়েছে।
হারুনুর রশীদ সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, পথচারীসহ সড়ক ব্যবহারকারীদের যথাযথ সচেতনতার অভাব, যানবাহনের চালকদের দক্ষতার অভাব, আইন অমান্য করার প্রবণতা ও আইনের যথাযথ প্রয়োগের অভাব, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, ওভার স্পিড, ওভারটেকিং, ওভারলোডিং, প্রতিকূল বা বিরূপ আবহাওয়ায় সড়কে মানসম্মত সাইন-সিগনাল রোড মার্কিংসহ নিরাপত্তা অবকাঠামোর অভাবে দুর্ঘটনা ঘটছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন