দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীর বাজেট উত্থাপন
দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম বাজেট উত্থাপন করলেন প্রধানমন্ত্রী নিজেই। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পৌনে এক ঘণ্টা পর বাজেট বক্তৃতার বাকি অংশ উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বিকাল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৪০ পর্যন্ত ৩০ মিনিট বাজেট বক্তব্য পাঠ করেন। তার বক্তব্য শেষ হতেই সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘক্ষণ টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
বাংলাদেশে এবার প্রথম হলেও পাশের দেশ ভারতে অবশ্য প্রধানমন্ত্রীদের দ্বারা বাজে পেশ হওয়ার দৃষ্টান্ত আছে। দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৫৮-৫৯ অর্থবছরে ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। তৎকালীন অর্থমন্ত্রী টিটি কৃষ্ণাচারীর এক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর তাকে পদত্যাগ করতে হয়েছিল। ফলে প্রধানমন্ত্রী বাজেট উত্থাপন করেন।
এছাড়া ভারতের আরও চারজন প্রধানমন্ত্রী দায়িত্বপালনকালে বা আগে বাজেট উত্থাপন করেন। তারা হলেন ইন্দিরা গান্ধী, মুরারি দেশাই, রাজীব গান্ধী এবং ড. মনমোহন সিং।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন