যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো ভারত
এবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ২৯টি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করলো ভারত। চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প।
এত দিন জিএসপি বা জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সের আওতায় ওয়াশিংটনকে শুল্ক দিতে হতো না দিল্লির।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকেই কার্যকর হবে নতুন নিয়ম।
নয় দিন পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে দেখা করবেন ভারতীয় পক্ষ এস জয় শংকর। তার আগে কার্যকর হচ্ছে নতুন নিয়ম।
ভারতের সরকারি সূত্র জানায়, পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের এই সিদ্ধান্তের কথা যুক্তরাষ্ট্রের প্রশাসনকে জানানো হয়েছে।
জানা গেছে, এই ২৯ পণ্যের মধ্যে রয়েছে আমন্ড, আখরোট, আপেল, নাসপাতি, আয়রন ও স্টিলের দ্রব্য, স্টেনলেস স্টিলের তৈরি ফ্ল্যাট রোলড প্রোডাক্ট, টিউব, পাইপ ফিটিংস, স্ক্রু, বোল্ট এবং রিভেটস।
এদিকে শুক্রবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যুক্তরাষ্ট্রের এক পাক্ষিক বাণিজ্য সংরক্ষণবাদের তীব্র সমালোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, “বিশ্ববাণিজ্য হওয়া উচিত নিয়মভিত্তিক ও নিরপেক্ষ। একরৈখিকতা ও বাণিজ্য সংরক্ষণবাদ কোন দেশকেই বিশেষ সুবিধা দেয়নি।”
আরও বলেন, “অর্থনৈতিক সহযোগিতা আমাদের ভবিষ্যৎ। তাই, আমাদের প্রয়োজন নিয়ম-নির্ভর বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যা সব দেশের কাছেই স্বচ্ছ, নিরপেক্ষ এবং যেখানে প্রতিটি দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সুরক্ষিত থাকে।”
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন