পাকিস্তানের বিপক্ষে আর বল করবেন না ভুবনেশ্বর!

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের কোটা শেষ করতে পারলেন না ভুবনেশ্বর কুমার। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার আগে তিনি করেন ২.৪ ওভার।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ভুবনেশ্বর বাঁম পায়ের উরুতে চোট অনুভব করছেন। যার কারণে রানআপেও হচ্ছে সমস্যা। এই অবস্থায় বোলিং চালিয়ে গেলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। তাই এ ম্যাচে তাকে আর বোলিং না করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওল্ড ট্রাফোর্ডে চলমান ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ৩৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। সেই লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২১.১ ওভঅরে ১ উইকেটে ৯৫ রান করেছে।

স্কোর:

পাকিস্তান ৯৫/১ (২১.১)
ইমাম-উল হক ৭ (১৮)
ফখর জামান ৫১ (৬১)
বাবর আজম ৩৭ (৪৯)