‘খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের কোনো সহানুভূতি নেই’
বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের কোনো সহানুভূতি নেই, তাকে মুক্ত করার আন্দোলন কাগজে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার (২৩ জুন) বিকেলে কামরাঙ্গীরচরে কুড়ারঘাট হাসপাতাল মাঠে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও আওয়ামী লীগের ইতিহাসের বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
এসময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চেয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বের কারণেই তা রুখে দেয়া গেছে। এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে কামরুল ইসলাম তা রুখে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন