সে কি জানে || সানজিদা ইসলাম ছাফা
সে কি জানে
সানজিদা ইসলাম ছাফা
তাকে নিয়ে ভালোবাসার এ প্রান্তরে লিখে যাচ্ছি আমি।
কিন্তু…..
সে কি জানে তাকে ছাড়া আমার বেলা অবেলা হয় মেঘের কনা….?
সে কি জানে তাকে ছাড়া আমার পথ নীল…?
একলা পথে জমে নিরবতা – প্রখর বেদনা এনে দেয় বৃষ্টির কনা,
সে কি জানে আমি চাইনি হারাতে আমার অচেনা নগরে তাকে,
চাইনি বিচিত্র পাখির মতো দূরে রবে সে।
সে কি জানে আমি চেয়ে ছিলাম পূণির্মার রাতে মুগ্ধ করে গান শুনাতে….?
যেখানে অবাক করবো আমার মহিমায়,
সে কি জানে আমি তার অধ্যায় নিয়ে মগ্ন আছি….?
এখনো উড়ন্ত মনে বিষন্নতা কাটিয়ে লিখে যাই ভালোবাসার একটি গল্প।
সে কি জানে আমার নিখিলে নেই হলদে নৃত্য – নেই সবুজ অরণ্য,
নেই ভালোবাসার মৌনতা….?
থেকে যায় জলকনা মায়া চোখে চন্দ্রিমায়।
সে কি জানে প্রভাত হলেই আমার চোখে আসে অশ্রুর আঘাত….?
সে আঘাত তারা না দেখার, তারার মাঝেই তো লুকিয়ে আছে সে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন